ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নাটোর: নাটোরে ট্রাকের নিচে চাপা পড়ে রজব আলী (২৮) ও আব্দুর রউফ (২৬) নামে মোটর সাইকেলেরর দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক ব্যক্তি।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার সময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চালক সাহাবুদ্দিনকে (৪৫) ট্রাকসহ আটক করেছে।

নিহত রজব আলী সিংড়া উপজেলার গুনাইখাড়া গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে এবং আব্দুর রউফ একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। আটক ট্রাক চালক সাহাবুদ্দিন ঝিনাইদহ সদরের কানুহারপুল গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, রজব আলী ও আব্দুর রউফ সন্ধ্যায় মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী একটি (ঝিনাইদহ- ঢ-৮১-০০১০) ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন অজ্ঞাত এক ব্যক্তি। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে বনপাড়া এলাকা থেকে চালকসহ আটক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/আপডেট: ২০৩০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।