ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
হাতীবান্ধায় ভারতীয় নাগরিকের হামলায় বাংলাদেশি আহত হাতীবান্ধা সীমান্ত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় নাগরিকের হামলায় তৈয়জ উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত তৈয়জ উদ্দিন ওই এলাকার কাল্টু শেখের ছেলে।

হামলাকারী আবু বক্কর ভারতীয় কুচবিহার জেলার শিতলকুচি থানার কামারপাড়া এলাকার নজমুদ্দিনের ছেলে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সীমান্তের শুন্য রেখার জমি নিয়ে বিরোধ চলছে বাংলাদেশি তৈয়জ উদ্দিন ও ভারতীয় আবু বক্করের মধ্যে। রোববার বিকেলে ওই জমির সীমানা নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবু বক্কর তার হাতে থাকা কোদাল দিয়ে তৈয়জ উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন আবু বক্কর।

পরে স্থানীয়রা গুরুতর আহত তৈয়জ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী জানান, মাথায় প্রচণ্ড আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইব্রাহীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।