ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বাস চাপায় বৃদ্ধা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
টঙ্গীতে বাস চাপায় বৃদ্ধা নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বাস চাপায় সুফিয়া বেগম (৮১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া টঙ্গীর এরশাদ নগর এলাকার জয়নাল মিয়ার স্ত্রী।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে বাংলানিউজকে জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস সুফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।