ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে ভারতীয় অর্থায়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণকাজ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ছাতকে ভারতীয় অর্থায়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণকাজ শুরু ছাতকে ভারতীয় অর্থায়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণকাজ শুরু

ঢাকা: ভারতীয় অনুদানে বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্পের মধ্যে প্রথম সুনামগঞ্জ জেলার ছাতকে কমিউনিটি ক্লিনিক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ছাতকে এ কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ।

অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, স্বাস্থ্য হচ্ছে এমন একটি মৌলিক সুবিধা যা প্রতিটা রাষ্ট্র তার প্রত্যেক নাগরিককে দেওয়ার চেষ্টা করে।

এই ধারণা থেকেই কমিউনিটি ক্লিনিক স্থাপনের উৎপত্তি। এই লক্ষ্যেই ভারত সরকার বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে অর্থায়ন করছে। ছাতকে এ ধরনের প্রথম ক্লিনিকের নির্মাণ কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, যেসব এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা সুবিধা নেই সেসব জায়গাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে।

২০১৭ সালের অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের সময় ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের ফলক উন্মোচন করেন।

ভারত সরকার এসব কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পার্টনারস্ ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টকে (পিপিডি) সাড়ে চার কোটি টাকা হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পিপিডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।