ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে পিঠা উৎসব পিঠা উৎসবে সাজানো হরেক রকম পিঠা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করে।

হরেক রকমের পিঠার আয়োজনে উৎসবে মেতে উঠেছিল পুরো বিশ্ববিদ্যালয়। গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে লক্ষ্য করা যায় প্রায় ৭০ প্রকারের পিঠার সমাবেশ।

এর ভেতর উল্লেখযোগ্য চিতই, ভাপা, পুলি, তক্তি, নকশি পিঠা, ডিমের পুডিং,পাটি সাপটা, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, দুধ খেঁজুর, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরণ, গোকুল পিঠাসহ হরেক রকমের রসালো পিঠা।

পিঠা উৎসবের স্টল উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হিমেল বরকত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিপ্রা সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়া এখানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা, মুমতাহানা মৌ, সানজিদা হক মিশুসহ জয়নব বিনতে হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।