ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেল ইকোপার্ক পরিদর্শন করলেন এসডিজি সমন্বয়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
শেখ রাসেল ইকোপার্ক পরিদর্শন করলেন এসডিজি সমন্বয়ক ‘শেখ রাসেল ইকোপার্ক’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ/ ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজ

খুলনা: খুলনার ‘শেখ রাসেল ইকোপার্ক’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে রূপসা নদীর তীরঘেঁষে নির্মাণাধীন এ ইকোপার্ক পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ মো. মঞ্জুর আলম, বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

ইকোপার্ক পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ খুলনা সার্কিট হাউজে ১৩ জন পুর্নবাসিত ভিক্ষুককে নগদ অর্থসহ উপকরণ সামগ্রী দেন।

উল্লেখ্য, খুলনা শহরের পাশে রূপসা সেতুর অদূরে প্রায় ৪৩ একর সরকারি খাস জমিতে ‘শেখ রাসেল ইকো পার্ক’ তৈরি করছে খুলনা জেলা প্রশাসন। ইকোপার্কটিতে জলাশয়ের উন্নয়ন করে হ্রদ সৃষ্টি করা হবে। লেকের মধ্য দিয়ে তৈরি করা হবে কাঠের রাস্তা (নিচে কংক্রিটের পিলার)।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, পানির উপর ভাসমান রেস্টুরেন্ট থাকবে। পানির বিভিন্ন রঙিন ঝরনা তৈরি করা হবে। থাকবে ফিস মিউজিয়াম ও হেরিটেজ মিউজিয়াম স্থাপন করে সুন্দরবন এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা হবে। পাশাপাশি বনায়ন সৃষ্টি করে পাখি ও বন্য প্রাণীর অভয়ারণ্য সৃষ্টি করা হবে।  ইকোপার্কটি নির্মিত হলে পার্কে বসে রূপসা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৪ , ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।