ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইটনা সদর ইউপি চেয়ারম্যান ইয়াবাসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ইটনা সদর ইউপি চেয়ারম্যান ইয়াবাসহ আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের একটি হোটেল থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, শহরের একটি হোটেলে বসে চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ও তার দুই সহযোগী মিলে ইয়াবা সেবন করছিলেন। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।