ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার অস্ত্রসহ আটক সন্ত্রাসী

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি আবুল কাশেম লোলোকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি রিভলবার ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ঈশ্বরদী পৌর এলাকার ফতেহমোহাম্মদপুর লোকোসেড পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আবুল কাশেম ঈশ্বরদী পৌর এলাকার ফতেহমোহাম্মদপুর লোকোসেড এলাকার মঞ্জুর রহমান বিশ্বাসের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, ঈশ্বরদীর শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি লোলো সম্প্রতি জেল খেটে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিলেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন রোববার গভীররাতে অভিযান চালিয়ে শহরের লোকোসেড পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, তার নামে দ্রুতবিচার আইনে হত্যা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে এজাহারনামীয় ১০টি মামলা রয়েছে। সোমবার অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।