ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় তরুণ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
গাজীপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় তরুণ নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক তরুণ নিহত হয়েছেন। তার পরনে ধূসর রংয়ের প্রিন্টের প্যান্ট ও ফুল শার্ট রয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন পণ্ডিত জানান, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ওই তরুণকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

তিনি জানান, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।