ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে আট জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবালকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) উত্তরা বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহিল কাফীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রমনা বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. মতিউর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ইন্টিলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন, সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিনকে সহকারী পুলিশ কমিশনার প্রশাসন-ট্রাফিক পূর্ব, সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা, সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার স্পেশাল অ্যাকশন গ্রুপ ও সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-রমনা মো. আহসান খানকে সহকারী পুলিশ কমিশনার ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।