ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইডব্লিউএমজিএল প্রিন্টিং প্রেস নির্মাণ কাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বগুড়ায় ইডব্লিউএমজিএল প্রিন্টিং প্রেস নির্মাণ কাজ শুরু বগুড়ায় ইডব্লিউএমজিএল প্রিন্টিং প্রেস নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া: উত্তরাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত বগুড়ায় প্রিন্টিং প্রেস নির্মাণ কাজের উদ্বোধন করেছে দেশের অন্যতম বৃহৎ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল)। 

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, দৈনিক আলো প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আব্দুল সালাম বাবু, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক (কনস্ট্রাকশন) আমান উল্লাহ, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আজাদ হোসেন, রাজশাহী বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার আশিক আহমেদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।  

সংশ্লিষ্টরা জানান, প্রেসের নির্মাণ কাজ শেষ হলে এখান থেকেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দ্য ডেইলি সান ছাপা হবে।  

উত্তরাঞ্চলের পাঠকদের হাতে দ্রুত পত্রিকা পৌঁছে দিতে বগুড়ায় প্রেস স্থাপনের উদ্যোগে নিয়েছে ইডব্লিউএমজিএল কর্তৃপক্ষ ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমবিএইচ/এসআরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।