ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৫০ কেজি চিংড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
আশুলিয়ায় ৫০ কেজি চিংড়ি জব্দ জেলিযুক্ত চিংড়ি/ ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়ৎ থেকে এ মাছ জব্দ করা হয়।

সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আহমেদ বাংলানিউজকে জানান, সকালে আশুলিয়ার নয়ারহাট মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

তবে এর সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। পরে জব্দ হওয়া চিংড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষের নির্দেশনায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।