ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৮ ফেব্রুয়ারি নাগরিকদের নিরাপত্তা দেবেন কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
৮ ফেব্রুয়ারি নাগরিকদের নিরাপত্তা দেবেন কাউন্সিলররা নাগরিক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

ঢাকা: আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার যে আশঙ্কা করা হচ্ছে তা থেকে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে নাগরিক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

সাঈদ খোকন বলেন, ৮ ফেব্রুয়ারির দিন আমাদের প্রত্যেক কাউন্সিলর এর নেতৃত্বে প্রত্যেক এলাকায় অবস্থান কর্মসূচি পালিত হবে।

যার মাধ্যমে কোন প্রকার নাশকতামূলক কর্মসূচি হতে দেওয়া হবে না। তবে যা কিছু করা হবে সবকিছুই আইনসম্মত হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জরুরি কোনো ব্যবস্থা নিতে হলে প্রশাসনের সহায়তা নিয়ে তা করা যাবে। তবে খেয়াল রাখতে হবে একটি বিষয় সাধারণ জনগণের গায়ে যেন কোনো আঘাত না লাগে, এমনকি কোনো প্রকার হেনস্থা যেন না হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, রায় যেটাই হোক না কেন আমি আশা করব খালেদা জিয়া যেন নিয়ম মেনে থাকেন এবং বিএনপির নেতা-কর্মীদের দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করার কাজ থেকে যেন বিরত রাখেন। আইনি প্রক্রিয়ায় যেন সবকিছুর সমাধান করেন। তাছাড়া আমাদের যে শক্তি এর সামনে কোন প্রকার অপশক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা রাখে না।

মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৩০ জন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে কাউন্সিলররা বলেন, বিএনপি সারাদেশেই এর আগেও নাশকতামূলক কর্মসূচি চালিয়েছে। তখন আমরা কোনো জবাব দিতে পারিনি। কিন্তু এখন সঠিক জবাব দেওয়ার সময় হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ঢাকায় জড়ো হচ্ছেন ৮ তারিখে রাজধানীতে বড় ধরনের বিশৃঙ্খলা ঘটনার জন্য। আগামী ৬ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের দিক-নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হবে। তার আগেই আমরা নিজ নিজ এলাকায় আমাদের দায়িত্ব নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি। এবার বিএনপি-জামায়াত জোটকে রাজপথে নামতে দেওয়া হবে না। এলাকার বিশেষ পয়েন্টগুলো আমরা নিরাপদ রাখবো।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।