ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হবিগঞ্জে গোলটেবিল বৈঠক বৈঠক

হবিগঞ্জ: হবিগঞ্জে দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্র ও আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোডের এসডিএম ফাউন্ডেশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফখরুদ্দীন ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছির, শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা।

বৈঠকে ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন আনন্দ রবি দাশ, নৃপেন্দ্র নায়েক, স্বপন সাঁওতাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।