ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় বিএনপি ৮ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হিজলায় বিএনপি ৮ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার দফতর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে থানা পুলিশ বলেছে, সর্বশেষ নিয়মিত অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে তারা।

গ্রেফতারকৃতরা মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে হিজলা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, গ্রেফতার ও হয়রানি করছে। এছাড়াও মুলাদী উপজেলায় নেতাকর্মীদের বাড়িতে অভিযান অব্যাহত রয়েছে।  

বিএনপির বরিশাল উত্তর জেলা শাখার দফতর সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু জানান, হিজলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম, বিএনপি নেতা শামীম স্বপন, আ. রহিমসহ ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় এক জামায়াত নেতাকেও আটক করা হয়েছে। কিন্তু আটকের পর পুলিশ তাদের বিভিন্ন মামলায় সন্দেহাতিকভাবে আসামি হিসেবে দাবি করছে।
গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাত থেকে সকাল পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক ও ওয়ারেন্টভুক্ত এসব আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি মাকসুদুর।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।