ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এমপিদের জন্য সুসংবাদ দিলেন গৃহায়নমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
এমপিদের জন্য সুসংবাদ দিলেন গৃহায়নমন্ত্রী

সংসদ ভবন থেকে: বর্তমান সংসদের নতুন সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকায় প্লটের দাবি করে আসছিলেন। অবশেষে এমপিদের জন্য সুসংবাদ দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জাতীয় সংসদ অধিবেশনে এমপিদের উদ্দেশে গৃহায়ন মন্ত্রী বলেন, আপনারা প্লটের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে, আমার কাছে যা আছে আমি সব দেখিয়েছি।

তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন সকল এমপিকে (যারা এখনো পায়নি) তাদের সুযোগ দিতে। আমরা সেটা করবো, আমরা করছি।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ খবর দেন মন্ত্রী। এ সময় সকল সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান মন্ত্রীকে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও সুখবর দিয়ে মন্ত্রী বলেন, ঢাকা শহরে দেড় লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী থাকেন। তাদের মাত্র ৮ শতাংশকে আমরা আবাসন সুবিধা দিতে পারছি। প্রধানমন্ত্রী বলেছেন অন্তত ৪০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে আবাসন সুবিধা দিতে। এ লক্ষ্যে আমরা কাজ হাতে নিয়েছে। যেসব সরকারি আবাসন ৪ তলা আছে সেগুলো ২০ তলা করছি, নতুন অ্যাপার্টমেন্ট করছি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৬০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আবাসন সুবিধা দিতে পারবো। এছাড়া শুধু সচিবদের জন্য ৩টি টাওয়ার নির্মাণ করা হচ্ছে। যেখানে সুইমিং পুলসহ সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

ঢাকা শহরে ৫০ হাজার বস্তিবাসীকে স্বল্পমূল্যে আবাসন সুবিধা নিশ্চিতের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা শহর বস্তিতে ভরা। এটা সমাধান করা সহজ। এরইমধ্যে ৪৫০টি অ্যাপার্টমেন্ট নির্মাণের ভাড়াভিত্তিক কাজ শুরু করেছি। আমাদের টার্গেট ১০ হাজার অ্যাপার্টমেন্ট করা। সেখানে ৫০ হাজার পরিবার উঠতে পারবে, এটা সম্ভব। আমরা নিজস্ব অর্থায়নে সেটা করছি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারির রায়কে নিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীর রায় হবে। কেউ যদি অন্যায় করে তাকে তো আদালতে যেতেই হবে। আমরা মন্ত্রী থাকতে, বিরোধী দলের সংসদ সদস্য থাকতে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে গিয়েছি, মুক্তি পেয়েছি। বিএনপি নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন, মামলা হয়েছে। এখন আদালত যদি তাকে মুক্তি দেয় আমরা ধন্যবাদ জানাবো। আর যদি রায়ে সাজা হয় সেই রায়কে নিয়ে কিছু করলে প্রতিহত করা হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনি আগামী নির্বাচন নিয়ে ৬ শর্ত দিয়েছেন। আপনার একটি দফাও মানতে রাজি না। শুধু একটা মানতে পারি, সেটা হচ্ছে আপনি বলেছেন মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে। আমরা সেই সুব্যবস্থা করবো। আপনাদের কোনো লোককে বাধা দেবো না। আপনারা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। সেই গ্যারান্টি আওয়ামী লীগ তথা সরকার দেবে। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুই করা হবে না।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।