ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশার কারণে সুইস প্রেসিডেন্টের প্লেন উড়ল দেড় ঘণ্টা পর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কুয়াশার কারণে সুইস প্রেসিডেন্টের প্লেন উড়ল দেড় ঘণ্টা পর

ঢাকা: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুইস ফেডারেল কাউন্সিল জেট-এ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

তবে, সকাল ৯টায় তার রওনা হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে তাকে বহন করা প্লেনটি যাত্রা শুরু করেছে সকাল সাড়ে ১০টায়।  

কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন শেষে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বেরসে।

সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর কুতুপালং ক্যাম্পে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। রোহিঙ্গা ইস্যুর শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।

বিকেলে ঢাকায় ফিরে সন্ধ্যায় বারিধারায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সুইস কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বেরসে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সুইস রাষ্ট্রপতি। পরে ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন তিনি। যার সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত।  

সেদিন দুপুর ১টায় সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে সুইজারল্যান্ডের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা তার।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আসেন বেরসে। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এলেন।

সফরকালে সুইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কেজেড/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।