ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের সাহায্যে হটলাইন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের সাহায্যে হটলাইন 

ঢাকা: মালদ্বীপে জরুরি অবস্থা জারি করায় দেশটিতে বাংলাদেশি নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করা পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মালদ্বীপ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

এতে বলা হয়, মালদ্বীপে জরুরি অবস্থা জারি করায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে একটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে নম্বরটি+৯৬০৩৩২০৮৫৯।

অপ্রয়োজনে কর্মস্থল ছাড়া অন্য কোনো স্থানে অবস্থান না করা। অবসরে নিজ আবাসে অবস্থান করা। সভা-সমাবেশ ও ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে।

রাজনৈতিক সংকট ঘণীভূত হওয়ায় সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন।  

এর আগে, প্রেসিডেন্টের অভিশংসন বা গ্রেফতারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতে সেনাবাহিনীকে নির্দেশ দেন ইয়ামিনের সরকার।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
কেজেড/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।