ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে নিহত ১ বিমানবন্দরের কাস্টমস অফিসের প্রাচীরের দেয়াল/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের পূর্বপাশের প্রাচীরের দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আর কোনো হতাহত নেই বলে উদ্ধার কাজ শেষে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে দেয়ালটি ধসে পড়লে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আর কোনো হতাহত নেই। দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, কাস্টমস হাউজের পেছনে দেয়ালের পাশে ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দেয়াল ধসে পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮/আপডেট: ১৩৪২ ঘণ্টা
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।