ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা): বিয়ের মাত্র তিন মাসের মাথায় ট্রাকের ধাক্কায় না ফেরার দেশে চলে গেছেন হেলালুর রহমান হেলাল প্রামাণিক (২৪) নামে এক শ্রমিক। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে দ্রুতগতিতে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।  

হেলাল ঈশ্বরদী ইপিজেড এর এমজিএল কোম্পানিতে হেলপার হিসেবে কাজ করতেন।

তিনি নিহত ঈশ্বরদী পৌরসভার মশুড়িয়াপাড়া-নারিচা এলাকার মৃত ইসমাইল হোসেন প্রামাণিকের ছেলে।  

জানা গেছে, মাত্র তিন মাস আগে ঈশ্বরদী শহরের শেরসাহ রোডের আয়েশা খাতুন (১৯) ও তার বিয়ে হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। পথে পোস্ট অফিস মোড়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ধাওয়া করে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।  

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।