ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ মাসের শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ মাসের শিশু নিহত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া ঘর।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমাইয়া আক্তার ইভা নামে ছয় মাসের একটি শিশু নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন শিশুটির বাবা, মা ও ভাই। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ওই গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই বাড়ির নাছির মিজির মেয়ে।



দগ্ধরা হলেন-নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫) ও ছেলে নয়ন (৮)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিজি বাড়ির হাসান, সামাদ ও চান মিজি বাংলানিউজকে জানান, ভোরে হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে দেখে নাছিরের ঘরে আগুন জ্বলছে। সবাই চেষ্টা করে আগুন নেভাতে পারলেও ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তারা আরো জানান, বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও মেয়েটিকে বের করে আনতে আনতেই সে মারা যায়।

মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ছিল অথবা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।