ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঘিওরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রাকচাপায় রাধের শ্যাম রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাধের শ্যাম উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকার মৃত যাদব রায়ের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকি আহমেদ বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক রাধের শ্যামকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছেন।

মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নেওয়ার জন্য আবেদন করেছে নিহতের স্বজনেরা বলেও জানান এএসআই রকি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।