ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কালীগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মজু মিয়া (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কাকিনা এলাকা থেকে তাকে আটক করা হয়। মজু ওই এলাকার ছফুদ্দির ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাকিনা এলাকার মাদক বিক্রেতা মজুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।