ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড বক্তব্য দিচ্ছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে বলে জানিয়েছেন দেশটির সফররত রাষ্ট্রপতি আঁলা বেরসে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-সুইজারল্যান্ডের বন্ধুত্ব ৪৫ বছরের।

এ বন্ধুত্ব অটুট রাখতে কাজ করছে সুইজারল্যান্ড। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তা নজিরবিহীন। এজন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে। তবে, বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ-পোষণ বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। সুইজারল্যান্ড সরকার রোহিঙ্গা সংকটে ত্রাণ সহায়তাসহ নানা তৎপরতার মাধ্যমে আন্তরিকভাবে বাংলাদেশের পাশে রয়েছে।  

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপপ্রয়োগ করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে সুইস প্রেসিডেন্ট বলেন, সম্মান ও মর্যদার সঙ্গে রোহিঙ্গারা যাতে স্বদেশে ফেরত যেতে পারেন সুইজারল্যান্ড এ লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি রোহিঙ্গাদের  জন্য বাংলাদেশকে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন আঁলা বেরসে।

এরআগে বেলা ১১টার দিকে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সুইজারল্যান্ড প্রেসিডেন্ট কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে পরে বেলা ১২টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।  
সেখানে রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের চিকিৎসা কার্যক্রম এবং ডি-৫ ব্লকের ত্রাণ কার্যক্রম পরিদর্শন ছাড়া সংস্থার কর্তাব্যক্তিদের ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন সুইস প্রেসিডেন্ট।

এসময় সুইস প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রশাসনের উর্ধ্বতন ককর্মকর্তা, আইওএম ও ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।