ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর চুরি যাওয়া ৪ গরুসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
মন্ত্রীর চুরি যাওয়া ৪ গরুসহ আটক ২

লালমনিরহাট: দিনাজপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের খামারবাড়ি থেকে চুরি যাওয়া ৪টি গরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা থেকে গরুগুলো উদ্ধার করে পুলিশ।

আটকরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা এলাকার খামার মালিক হাসান আলী (৩৫) ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার ওসমান গণি (৪০)।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজককে জানান, গত ২৫ জানুয়ারি রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়ার খামারবাড়িতে অস্ত্র ঠেকিয়ে ১০টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এ ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুর জেলা পুলিশ ও লালমনিরহাট জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাটগ্রামের গাটিয়ার ভিটা থেকে ৪টি গরুসহ হাসান আলীকে আটক করে।

পরে তার দেয়া তথ্য মতে ওই ৪টি গরুর বিক্রেতা ওসমান গনিকে আটক করা হয়। উদ্ধারকৃত গরুসহ আটক ব্যক্তিদের দিনাজপুরে পাঠানো হয়েছে বলে জানান এসপি রশিদুল হক।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।