ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনপাড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
বনপাড়া পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ মেয়র জাকির হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন বিভাগীয় কমিশনার

নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণে অংশ নেন পুনরায় নির্বাচিত পৌর মেয়র কেএম জাকির হোসেন, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) শরীফুন্নেছা শিরিন, ওয়ার্ড কাউন্সিলর মুহিত কুমার সরকার, মুন্সী আশরাফুল আলম ও শহীদুল ইসলাম এবং প্রথম বার নির্বাচিত কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) সোমেজান বেগম, সোনাভান বেগম, ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম মিঠু, আতাউর রহমান মৃধা, জাহাঙ্গীর আলম হেলাল, জিয়াউর রহমান, মোস্তাফিজুর রহমান মাসুদ, বোরহানউদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী প্রামাণিক।

এরআগে ২৮ ডিসেম্বর বনপাড়া পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।