ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর সঙ্গে ঝগড়া, অতঃপর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
স্ত্রীর সঙ্গে ঝগড়া, অতঃপর আত্মহত্যা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন মো. জামাল (৩০) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকা এ ঘটনা ঘটে। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার বাচ্চু প্রধানের ছেলে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোনায়েম মোল্লা বাংলানিউজকে জানান, স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন জামাল। একটি বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো।

এরই জের ধরে সোমবার রাতে স্ত্রী রশিদাকে বেদম মারধর করেন জামাল। পরে রশিদা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। সকালে ফিরে এসে ঘরের ভেতরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।