ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীসহ আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীসহ আটক ১৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ  জানান, জেলার ৯টি থানায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।