ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১৩১ ছাত্রী পেলেন বাইসাইকেল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
১৩১ ছাত্রী পেলেন বাইসাইকেল  ত্রিশালে ১৩১ ছাত্রী পেলেন বাইসাইকেল। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সামাজিক আন্দোলন শুরু করেছে ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেড।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের উদ্যোগে উপজেলাজুড়ে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখছে এ ব্রিগেডের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় নজরুল একাডেমি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ লেডিস ক্লাবের সভানেত্রী শায়লা পারভীন।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।  

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে অতিথিরা বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের ১৩১ ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।