ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারেছ ডাক্তার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মিশনরোড আশ্রম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হারেছ শহরের বিষ্ণুদী এলাকার মৃত হাফেজ ডাক্তারের ছেলে।

তিনি চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নিযুক্ত ঠিকাদার ফারুক হোসেনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

চাঁদপুর জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি ইসমাইল বাংলানিউজকে বলেন, বিকেলে চাঁদপুর পৌরসভা সড়কে বিদ্যুতের খুঁটি স্থানান্তর করা হচ্ছিলো। এসময় মিশনরোডে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। তখন হারেছ ও অপর শ্রমিক দীপক ওই এলাকায় কাজ করতে যান। সেখানে কন্ট্রোল রুম থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়েছে নিশ্চিত হওয়ার পরও লাইনে কাজ করতে গিয়ে খুঁটির ওপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান হারেছ। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে
নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুর আলম মণ্ডল বাংলানিউজকে বলেন, হারেছের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।