ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সরাইলে গৃহবধূকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে রোকেয়া বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিজসরাইল গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ও একই গ্রামের মমিন মিয়ার মেয়ে।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, স্বামী ফারুকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আগে থেকেই কলহ চলছিল রোকেয়ার। এর জের ধরে ফারুক তাকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় বলে দাবি নিহতের বাবার বাড়ির লোকজনের।

তিনি আরো জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।