ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুবদল কর্মীদের পুলিশের ধাওয়া, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ময়মনসিংহে যুবদল কর্মীদের পুলিশের ধাওয়া, আটক ২ আটকেরা ছবি-অনিক খান 

ময়মনসিংহ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় দলটির নেতাকর্মীরা।

ঘটনাস্থল থেকে পুলিশ মাশরাফুল ও পারভেজ নামে দু’জনকে আটক করে। তাদের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ লিটনের অনুসারী যুবদল কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা চালায়।  

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল আমিন বাংলানিউজকে জানান, পুলিশের উপস্থিতি পেয়ে বিএনপি কর্মীরা পালিযে গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।