ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে ২ নারীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নিকলীতে ২ নারীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক

কিশোরগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক শওকত আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিমপাড়া বড়বাংলা গ্রাম ও পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিপাড়া বড়বাংলা গ্রামের শওকত আলীর স্ত্রী আয়শা আক্তার (২২) ও পূর্বপাড়া গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী সালমা আক্তার (৩০)।

ঘাতক শওকত উপজেলার পশ্চিমপাড়া বড়বাংলা গ্রামের মৃত ইছব আলীর ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে গর্ভবতী স্ত্রী আয়শাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন শওকত। পরে ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী পূর্বপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আয়শার বড় ভাবি সালমাকেও হত্যা করেন তিনি। এ ঘটনা জানাজানি হলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ওসি নাসির উদ্দিন জানান, পুলিশি হেফাজতে শওকতকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।