ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
না.গঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২ আটক দুই মাদক বিক্রেতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আশরাফ (৩৫) ও আব্দুল জলিল (৪৫) নামে দুই মাদক বিক্রতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ মিজমিজি ও ফতুল্লা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আশরাফ সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ও আব্দুর জলিল ফতুল্লা ইদ্রাকপুর এলাকার আলমাস আলী ছেলে।

ডিবির পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।