ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের দুর্দশা দেখে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
রোহিঙ্গাদের দুর্দশা দেখে গেলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউএনএইচসিআর’র একজন কর্মীর সঙ্গে কথা বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ২টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নিপীড়িত জনগোষ্ঠীটির খোঁজখবর নেন তিনি। কথা বলেন নারী-শিশুসহ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে।

পরে ব্রিটিশ পরররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতাল পরিদর্শন করেন।  এরপর বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ বাংলাদেশ সরকার ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের শীর্ষ কর্মকতারা।

গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু হলে তা থেকে বাঁচতে লাখো রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিভিন্ন সংস্থার হিসাব মতে, ওই দমন-পীড়নের মুখে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে। সবমিলিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।

শুরু থেকেই এ রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের পাশাপাশি তৎপর ব্রিটেন। বরিস জনসন বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের দেখে এই অবস্থানই পরিষ্কার করলেন আরেকবার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।