ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশের সকল নদী রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
দেশের সকল নদী রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার

পটুয়াখালী: জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেছেন, বর্তমান সরকার দেশের সকল নদী রক্ষার উদ্যোগ নিয়েছে। পরিকল্পিতভাবে ড্রেজিং করে নদীর স্বাভাবিকতা বজায় রাখা হবে। এছাড়া কৃষিকাজে ব্যবহারের জন্য মিঠা পানির আধার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) পানি ও জন-উদ্ভাবন সম্মেলনের সমাপণী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার মনোভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এসব বলেন।

ফিরোজ বলেন, নদীর সঙ্গে স্লুইস সংযুক্ত বেড়িবাঁধের অভ্যন্তরীণ সকল খালের পানি কৃষকের কাজে ব্যবহারের স্বার্থে যথাযথ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ফের স্লুইস খালাসি নিয়োগ দেওয়া হবে।

দেশের মানুষের খাবার ও ব্যবহার এবং কৃষিকাজে নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার সকল উদ্যোগ নিয়েছে। এমনকি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, উপকূলীয় জনকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

উপস্থিত ছিলেন, ভারতের গঙ্গা ভাঙন প্রতিরোধ সমিতির নেতা মো. তরিকুল ইসলাম, চায়নার নদী বিশেষজ্ঞ অধ্যাপক ঝাং লিয়ান, নেপালের ছাত্রনেতা কোসি নদী রক্ষা কমিটির সদস্য ও নেপাল কংগ্রেসের সদস্য মিসেস নাসবুল খান, নেপালের মহিলা অধিকার মঞ্চের নেত্রী সাবিত্রি পোখারেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।