ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসে আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বনানীতে বাসে আগুন  বনানীতে বাসে আগুন 

ঢাকা: রাজধানীর বনানীতে ২৭নং ভিআইপি নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এঘটনায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের দু’টি ইউনিট সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৫০ মিনিটে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

আজিমপুর থেকে গাজীপুরগামী ২৭নং ভিআইপি বাসটি রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়ে এলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
 
আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এজেডএস/এএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।