ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রণালয়ের তালিকা: ছাত্রলীগ নেতার সমালোচনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
মন্ত্রণালয়ের তালিকা: ছাত্রলীগ নেতার সমালোচনা মন্ত্রণালয়ের তালিকা: ছাত্রলীগ নেতার সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় প্রকৃত মাদক ব্যবসায়ীদের নাম নেই বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকার ভিত্তিতে একটি জাতীয় দৈনিকে মাদক ব্যবসায় ছাত্রলীগ নেতাদের নাম দিয়ে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার ভিত্তিতে করা প্রতিবদনে মুজাহিদুল ইসলাম সোহাগের নামও রয়েছে।
 
সোহাগ বলেন, জাতীয় দৈনিকটির প্রতিবেদন লেখার আগে আরেকটু গভীর তদন্ত করার প্রয়োজন ছিল। ওই প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের সঙ্গে আমার পড়াশোনা ও রাজনীতির মধ্য দিয়ে সুসম্পর্ক গড়ে ওঠে। তার মানে এই নয় যে তাদের কাজকর্মে আমার সম্পৃক্ততা রয়েছে। এসময়  মাদক ব্যবসায় জড়িতদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা জরিপ কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সোহাগ বলেন, আমি অনেকের পরিচয় জানি। তাদের মধ্যে ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতাও আছেন। তবে আমি কারো নাম বলতে পারব না।
 
বাংলাদেশ সময় ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।