ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পানির দামে ইলিশ, তবু ক্রেতাশূন্য মাছবাজার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
খুলনায় পানির দামে ইলিশ, তবু ক্রেতাশূন্য মাছবাজার   খুলনায় মাছের বাজারে ইলিশ মাছ-ছবি-মানজারুল ইসলাম

খুলনা: ইলিশে সয়লাব খুলনার বাজার। সাগর উপকূলের নদ-নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতো ইলিশ এবার ধরা পড়ছে যে মৌসুমকেও যেন হার মানিয়েছে! তবে ঝাঁকে ঝাঁকে ধরা পড়া এসব ইলিশ বিক্রি হচ্ছে অনেকটা পানির দামে। দাম কম হলেও বাজারে ইলিশের ক্রেতা নেই এমন অভিযোগ বিক্রেতাদের। 

ব্যবসায়ীরা বলছেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা, মজুদ ও বাজারজাত করার নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। যার কারণে নদী ও সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে।

এতে জেলে, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাই খুশি। তবে সে অনুযায়ী ক্রেতা মিলছে না বাজারে।

কেন ক্রেতা মিলছে না এ বিষয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের ব্যবসায়ী আবু মুসা বলেন, শীত মৌসুমের শেষভাগে এসে হঠাৎ রেকর্ড পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেরা খুশিতে আত্মহারা। তবে তারা যে পরিমাণ মাছ আড়তে আনছেন সে পরিমাণ দাম পাচ্ছেন না। অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে ইলিশ। শীতের সময় ইলিশের স্বাদ কম থাকে। এছাড়া দাম যে এত কম সাধারণ ক্রেতারা অনেকেই তা জানেন না। যে কারণে বিক্রি কম।

খুলনায় মাছের বাজারে ইলিশ মাছ-ছবি-মানজারুল ইসলামতিনি জানান, ৫শ’ গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫শ’ টাকায়। যা ইলিশের ভরা মৌসুমে ছিলো ৬০০-৬৫০ টাকা। আর একই সাইজের সাগরের ইলিশ এখন ৪শ’ টাকা। ১ কেজি কিংবা ১২০০-১২৫০ গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়, সাগরের ৭০০-৮০০ টাকায়। যা মৌসুমে ছিলো ১৫০০ টাকা। এ আড়তে সমুদ্র ছাড়া নদীর মাছ আসে বরিশাল, চরদোয়ানী ও পাথরঘাটা থেকে। আর এখান থেকেই খুলনা বিভাগের বিভিন্ন হাট-বাজারে ইলিশ চলে যায়।

এস বেঙ্গল ফিসের প্রোপ্রাইটর মো. লিটন বাংলানিউজকে বলেন, জাটকা নিধনে সরকার কড়াকড়ি করায় অসময়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে। শীতে ইলিশের স্বাদ কম হওয়ায় চাহিদা কম।  

তিনি বলেন, ইলিশের মোকাম, মাছঘাট ও স্থানীয় বাজারগুলোতে ইলিশে ভরপুর হয়ে উঠেছে। দাম কম হলেও ক্রেতা নেই।

সরেজমিনে বিভাগের সর্ববৃহৎ পাইকারি এ মাছের আড়ৎ ঘুরে দেখা গেছে, বাজার ভরা ঝকঝকে রূপালি ইলিশ। আড়তদার, মৎস্যজীবী, পাইকার, ক্রেতা-বিক্রেতার হই-হট্টগোল, বরফ ভাঙার আওয়াজ, ফিসিং ট্রলার, ট্রাক-ভ্যান-পিকআপ মিলিয়ে একেবারে মহাযজ্ঞ। ৫শ’ গ্রাম ওজনের নদীর ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫শ’ টাকায়। আর একই সাইজের সাগরের ৪শ’ টাকা। ১ কেজি কিংবা ১২০০-১২৫০ গ্রাম ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়, সাগরের ৭০০-৮০০ টাকায়।

খুলনায় মাছের বাজারে ইলিশ মাছ-ছবি-মানজারুল ইসলামজানা গেছে, মহানগরীর নতুন বাজার, সন্ধ্যা বাজার, নিউমার্কেট মাছের বাজার ও বড় বাজারেও ইলিশের সরবরাহ বেশি। তবে দাম ও ক্রেতা কম।

মিরাজ নামের এক ক্রেতা বলেন, ইলিশের মৌসুম ছাড়া এক কেজি ওজনের মাছ আগে পাওয়া যেতো না। কিন্তু এ বছর শীতেও বাজারে এক কেজির ইলিশ ৯০০-১০০০ টাকায় পাওয়া যাচ্ছে।

কেসিসি রূপসা সাদামাছ আড়তদার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জন্টু বাংলানিউজকে বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে ইলিশের উৎপাদন প্রতি বছর বাড়ছে। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। বর্তমানে বাজারে মৌসুমের চেয়েও ইলিশ বেশি আসছে। দাম কম হলেও ক্রেতারা শীতে ইলিশের স্বাদ না থাকায় কিনছেন না।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।