ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ৬ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
হাতীবান্ধায় ৬ বসতঘর পুড়ে ছাই

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশোক কুমার বাংলানিউজকে জানান, উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি দাখিল মাদ্রাসা এলাকার মৃত আকবর আলীর ছেলে আব্দুল আজিজ ও আব্দুল গফুরের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে ওই দুই পরিবারের ছয়টি ঘরসহ মালামাল, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে যায়। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।