ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার আহ্বান গোলটেবিল আলোচনায় বক্তারা/ছবি: শাকিল

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সে কারণে যেভাবেই হোক নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। 

বুধবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

‘সংবিধান সমুন্নত রেখে সকলের নিকট গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন’-শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম।

 

সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় গণতান্ত্রিক জোট-  এনডিএর চেয়ারম্যান আলমগীর মজুমদার।  

আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচনকালীন সরকার কে হলো বা না হলো, সেটা নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই। তবে জনগণের মূল দাবি হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো- এটাই ঐতিহাসিক স্বীকৃত বিষয়। সে কারণে নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।  

বক্তারা আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিকটবর্তী। সরকার ও বিরোধীপক্ষ আলোচনার টেবিলে না বসলে সব অমীমাংসিত বিষয়ের মীমাংসা সম্ভব নয়। বক্তারা  উভয়পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক জোটের মহাসচিব বিএম নাজমুল হক, জোটের মুখপাত্র সৈয়দ মাহমুদুল হক আক্কাস, সমন্বয়কারী অ্যাডভোকেট জাফ আহম্মেদ জয় প্রমুখ

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।