ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
নড়াইলেও ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা, পরোয়ানা মামলার বাদী মিলি খানম ও তার আইনজীবী সুভাস চন্দ্র বোস। ছবি: বাংলানিউজ

নড়াইল: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নড়াইলে স্থানীয় দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানমের দায়ের করা মানহানি মামলায় এ আদেশ দিয়েছেন সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে ৭১ টিভির টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মামলার বাদী নড়াইলে বিডি খবরের নিজস্ব প্রতিনিধি মিলি খানম মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন।

মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী সাংবাদিকদের কলঙ্কিত করা হয়েছে। এ কারণে মিলি খানম বাদী হয়ে দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।  

মামলার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা,  অক্টোবর ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।