ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বোচাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
বোচাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি খুন

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে জমি সংক্রান্ত ঘটনার জেরে আনিস (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ইশানিয়া ইউপির পাশ দিয়ে বয়ে যাওয়া রাক্ষসী নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আনিস ইশানিয়া ইউপির মহব্বতপুর গ্রামের আব্দুর রফিকের ছেলে।

আটককৃতরা হলেন নিহত আনিসের চাচা রমজান আলী (৫৫), চাচাতো ভাই আব্দুর রহমান (৫৪), কাদের গনি (৪৪) ও সাগর (৩৫)।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহব্বতপুর গ্রামের দুই একর জমি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল আনিসের। মঙ্গলবার  (২৩ অক্টোবর) দিবাগত রাতে তারা আনিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে মরদেহ নদীর পাশে ফেলে রাখে।

বুধবার সকাল ১০টায় মরদেহ নদীর পাশ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানানা ওসি আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।