ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে যেন ‘ঈদ’র ভিড় 

জনি সাহা, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ট্রেনে যেন ‘ঈদ’র ভিড় 

মহানগর গোধূলী এক্সপ্রেস থেকে: সড়ক পরিবহন শ্রমিকদের ‘কর্মবিরতি’র চাপ পড়েছে রেলপথে। সে চাপ যে শুধু ট্রেনের বগিতেই সীমাবদ্ধ, তা কিন্তু নয়, ছাদেও উপচেপড়া ভিড়। এ ভিড় যেন একেবারে ‘ঈদ’র। সকালের তুলনায় বিকেলে চাপ বেড়ে যাওয়ায় রাজধানীমুখী যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা কর্মবিরতির এরইমধ্যে পেরিয়েছে ১২ ঘণ্টা। সময়ের সঙ্গে বেড়েছে রাজধানীসহ দেশের সব এলাকার যাত্রীদের ভোগান্তি।

দাবি না মানা পর্যন্ত পরিবহন শ্রমিকরা অবস্থান থেকে সরছে না বলে পরিস্থিতিরও উন্নতির কোনো লক্ষণ নেই। ফলে লোকজন রাজধানীতে পৌঁছাতে বিকেলের ট্রেনের উপর হুমড়ি খেয়ে পড়েছেন। তাতে ঈদের সময়ের মতো শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা।

চট্টগ্রাম থেকে মহানগর গোধূলী বিকেল ৩টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সাড়ে ৪টা নাগাদ ফেনী স্টেশনে প্রবেশের সময়ই চোখে পড়ে ছাদে যাত্রীতে ঠাসা। লোকজনের ভিড় ঠেলে নির্ধারিত বগিতে পৌঁছানোর পর দেখা গেলো কথিত ‘স্ট্যান্ডিং টিকিট’ নিয়ে যাত্রীরা শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অবস্থান করছেন।

দাঁড়িয়ে থাকা এক নারী যাত্রী কারণ হিসেবে পরিবহন শ্রমিকদের ‘কর্মবিরতি’র কথা বললেন। অন্যদের মুখেও শোনা গেল একই কারণ। তবে এতে তাদের পাশাপাশি আসনে বসা যাত্রীদেরও পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে।  

এদিকে যাত্রী চাপের কারণে গোধূলী ট্রেনটি নির্ধারিত স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় দাঁড়াচ্ছে বলে মনে করছেন যাত্রীরা।  

এসবের পরও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এটাই সবার প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।