ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে ছেলের হাসুয়ার আঘাতে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নিয়ামতপুরে ছেলের হাসুয়ার আঘাতে বাবার মৃত্যু

নওগাঁ: নওগাঁর নিয়ামাতপুরে ছেলে ইউসুফ আলীর হাসুয়ার আঘাতে বাবা মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অমরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিয়ামাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাবা মোবারক হোসেনের সঙ্গে ছেলে ইউসুফ আলীর দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল।

বিকেলে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছেলে ইউসুফ আলী হাসুয়া দিয়ে বাবা মোবারক হোসেনকে আঘাত করে। এতে মোবরক হোসেন গুরুতর আহত হন। দ্রুত মোবরক হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ছেলে ইউসুফ আলী পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।