ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় উদযাপিত ‘জার্মান অ্যালুমনাই নাইট’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ঢাকায় উদযাপিত ‘জার্মান অ্যালুমনাই নাইট’ বক্তব্য রাখছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ।

ঢাকা: ঢাকার জার্মান দূতাবাস ও ডাড বাংলাদেশ যৌথভাবে প্রথমবারের মতো জার্মান অ্যালুমনাই নাইট উদযাপন করেছে।

রোববার (২৮ অক্টোবার) ঢাকার জার্মান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানির ডাড স্কলারশিপের আওতায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সাবেক বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকার জার্মান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের আগত অতিথিদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জার্মান দূতাবাসের এ উদ্যোগের প্রশংসা করেন।  

বাংলাদশে সময়: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।