ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২য় দিনে শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
মাগুরায় ২য় দিনে শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তিতে মানুষ ভোগান্তিতে মানুষ। ছবি: বাংলানিউজ

মাগুরা: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি’তে বন্ধ রয়েছে মাগুরা বাস টার্মিনাল।  

রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মবিরতি’তে দেশের অভ্যন্তরীণ রুটে পরিবহন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি শিল্প কারখানার কাঁচামালসহ পচনশীল পণ্য নিয়ে ট্রাক আটকে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

তবে কাছাকাছি এলাকার যাত্রীরা ব্যাটারিচালিত ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ফাতেমা খাতুন বাংলানিউজকে বলেন, আমি আমার আব্বাকে নিয়ে বাড়ি যাবো। কিন্তু কি দুর্ভোগে পড়েছি। বাস বন্ধ কিভাবে বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না।

মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের কাছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মাগুরা বাস টার্মিনাল থেকে সব ধরনের পরিবহন সার্ভিস বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।