ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদালতে আসেননি খালেদার আইনজীবীরাও

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আদালতে আসেননি খালেদার আইনজীবীরাও পুরানো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদলত/ছবি: বাদল

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় পড়া চলছে। অথচ পুরান ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেননি তার কোনো আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসনের কোনো আইনজীবীকে আদালত এলাকায় দেখা যায়নি। 

মামলার আসামি ও আইনজীবীদের অনুপস্থিতিতেই সোমবার (২৯ অক্টোবর) ১১টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেছেন বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান।  

যোগাযোগ করা হলে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আদালতে গিয়ে কী করবো? কোনো লাভ আছে? 

একথা বলে তিনি ফোন কেটে দেন।

 

এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলা নিয়ে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

সোমবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

ফলে খালেদার অনুপস্থিতিতে বিচারে বাধা নেই।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এজেডএস/পিএম/টিএম/এইচএমএস/আরএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।