ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো বরিশালের দুই সংগঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো বরিশালের দুই সংগঠন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা-ছবি-বাংলানিউজ

বরিশাল: ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও ঘুড়ি ফাউন্ডেশন নামে বরিশালের দু’টি সংগঠন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তারা এ পুরস্কার পান।

তারুণ্যনির্ভর শ্রেষ্ঠ ৩০টি সংগঠনের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ উন্নয়ন ক্যাটাগরিতে ইয়ুথ নেটের প্রতিনিধি শাকিলা ইসলাম ও সাংস্কৃতিক কার্যক্রম ক্যাটাগরিতে মুহাম্মাদ আল রাকিবের হাতে এ পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

পুরস্কার পেয়ে ইযুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়ক শাকিলা ইসলাম বলেন, ১২০০ সদস্য নিয়ে এখন পর্যন্ত আমরা উপকূলীয় অঞ্চলের ৫০ হাজার মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। সামনে আরও বড় পরিসরে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।  

তিনি বলেন, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন আমাদের ইয়ুথ নেটের সব সদস্য সংগঠনের, বরিশালের সব তরুণদের অর্জন। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। জলবায়ু ন্যয্যাতা আদায়ে আমাদের আরও বহু পথ হাঁটতে হবে।

উল্লেখ্য ‘নিরাপদ বিশ্ব সবুজ অরণ্য, নিশ্চিত করবে দুর্জয় তারুণ্য’ স্লোগান নিয়ে দক্ষিণাঞ্চলে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে শিশু-কিশোর ও যুবকদের কণ্ঠস্বর তুলে ধরতে ২০১৬ সালে ২৫টি যুব সংগঠনকে নিয়ে গড়ে ওঠে ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউনিসেফ বরিশাল অফিসের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপি জলবায়ু বিষয়ক যুব সম্মেলনের আয়োজন করে। সেই সম্মেলনেই ঘোষিত হয় বরিশাল যুব ঘোষণা, যা নিয়ে জাতীয় সংসদে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে বরিশাল অঞ্চলের দাবি দাওয়া তুলে ধরে সংগঠনটি। এমনকি সংগঠনটির অন্যতম সমন্বয়ক সোহানুর রহমান এ বছর মার্চ মাসে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় অংশ নেন। এছাড়া সংগঠনটি জলবায়ু পরিবর্তনে আক্রান্ত এলাকার তৃণমূলের তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে বরগুনা, ভোলা, পটুয়াখালী ও বরিশাল জেলায় জেলা প্রশাসন ও ব্রাক ইউনিভার্সিটির সঙ্গে প্রশিক্ষণের আয়োজন করে। জলবায়ু তহবিলে স্বচ্ছতা নিয়েও কাজ করেছে সংগঠনটি।

এদিকে ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আল রাকিব জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচার কার্যক্রম পরিচালনার করার পাশাপাশি অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের সহায়তার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এই কাজ আরও বেগবান হবে।

আয়োজকরা জানান, এবারের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’এর জন্য আড়াই হাজার আবেদনের মধ্য থেকে বাছাই করা হয় ১শ’ প্রতিষ্ঠান ও সংগঠনকে। যাদের মধ্য থেকে সমাজে প্রভাব ও কার্যকারিতা বিবেচনা করে ৫০টি সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড’র তৃতীয় আয়োজনের চূড়ান্তপর্বে মনোনীত করা হয় এবং ৩০টি সংগঠনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।