ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পৌর জামায়াতের সাবেক আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
গোবিন্দগঞ্জে পৌর জামায়াতের সাবেক আমির গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর জামায়াতের সাবেক আমির ও একাধিক নাশকতা মামলার আসামি মো. আব্দুল মান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বকচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মান্নান একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।


  
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তমকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, পলাশবাড়ী উপজেলার একটি নাশকতা মামলায় মান্নানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও  তার বিরুদ্ধে আরও তিনটি নাশকতার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।